Thursday, September 3, 2020

প্রেসার গেজ (Pressure Gauge)

বয়লারের অভ্যন্তরে বাষ্পের বষ্পচাপ নির্ণয়ের জন্য যে ডিভাইস ব্যবহৃত হয় সেটিই বয়লার প্রেসার গেজ হিসেবে পরিচিত। সাধারনত বয়লারে প্রেসার গেজ ষ্টীম ড্রামের সাথে লাগানো থাকে এবং বাষ্পের চাপ দেখার জন্য প্রেসার গেজ ব্যবহার করা হয়।


প্রেসার গেজ সঠিক রিডিং না দিলে বা নষ্ট থাকলে বয়লারের অভ্যন্তরে বাষ্পের বষ্পচাপ নির্ণয় না করতে পারার কারণে বার্ণার সঠিক সময়ে বন্ধ হয়না ফলে বয়লারের দুর্ঘটনার ঝুকি থাকে। তাই নির্দিষ্ট সময় পর পর প্রেসার গেজ ক্যালিব্রেশন করা জরুরী। বয়লারে ২টি প্রেসার গেজ থাকলে অধিক সুরক্ষা নিশ্চিত হয়।

বাংলাদেশ বয়লার রেগুলেশন, ১৯৫১ মোতাবেক বয়লারে একটি সাইফন পাইপ এর মাধ্যমে প্রেসার গেজ সংযুক্ত করতে হবে। সর্বোচ্চ নির্ধারিত বাষ্পচাপের দিগুন মানের প্রেসার গেজ ব্যবহার করতে হবে যাতে জলীয় পরীক্ষা করা সম্ভব হয়। স্মল ইন্ডাষ্ট্রিয়াল বয়লারের ক্ষেত্রে প্রেসার গেজ এর ব্যাস ৪ ইঞ্চি, অন্য সকল ক্ষেত্রে ৬ ইঞ্চি এর কম হওয়া যাবে না। প্রেসার গেজ এ সর্বোচ্চ নির্ধারিত বাষ্পচাপের জায়গায় লাল কালি দিয়ে মার্কিং করা বাঞ্চনীয়।

No comments:

Post a Comment

অনলাইনে ইলেকট্রিশিয়ান লাইসেন্সে যাচাই (Check Electrician License Online)

 অনলাইনে ইলেকট্রিশিয়ান লাইসেন্সে যাচাই (Check Electrician License Online) ব্রাউজার এর এ্যড্রেসবারে  https://e-service.ocei.gov.bd/   লিখে   ...