Thursday, September 3, 2020

বয়লার নিবন্ধন (Boiler Registration)

বয়লার আইন’ ১৯২৩ এর ৬(ক) ধারা মোতাবেক নিবন্ধন ছাড়া কোন বয়লাররে মালকি বয়লার ব্যবহার করতে অথবা বয়লারটি ব্যবহাররে অনুমতি প্রদান করতে পারবে না। তাই বয়লার চালনার পূর্বে বয়লার আইন অনুযায়ী প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় হতে নিবন্ধন গ্রহণ করা বাধ্যতামূলক।

বয়লার নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

১। ক্রস সেকশনাল কনস্ট্রাকশন ড্রইং এর অনুমোদিত মূল কপি
২। হিটিং সারফেস এর হিসাব
৩। বয়লাররের চাপমান অংশসমূহের শক্তির হিসাব
৪। পরিদর্শন কর্তৃপক্ষের নিকট হতে বয়লার প্রস্তুতকালীন সময়ের পরিদর্শন সার্টিফিকেট এর মূল কপি
৫। প্রস্তুতকারীর নিকট হতে বয়লার তৈরী ও পরীক্ষার সার্টিফিকেট এর মূল কপি
৬। ইস্পাত প্রস্তুতকারীর নিকট হতে ইস্পাত তৈরি ও পরীক্ষার সার্টিফিকেট এর ফটোকপি
৭। প্রস্তুতকারীর স্ট্যাম্প
৮। হালনাগাদ ট্রেড লাইসেন্স এর ফটোকপি
৯। বয়লার আমদানির এলসি, ইনভয়েস ও বিল অব লেডিং এর ফটোকপি (আমদানিকৃত বয়লারের ক্ষেত্রে)
১০)নির্ধারিত ফি প্রদানের ট্রেজারি চালানের মূলকপি

No comments:

Post a Comment

বয়লারের ক্রস সেকশনাল কন্সট্রাকশন ড্রয়িং: একটি প্রযুক্তিগত বিশ্লেষণ

  বয়লারের ক্রস সেকশনাল কন্সট্রাকশন ড্রয়িং: একটি প্রযুক্তিগত বিশ্লেষণ ভূমিকা বয়লার হল তাপ-ভিত্তিক একটি যন্ত্র যা তরলকে বাষ্পে রূপান্তর...