বয়লার হতে বাষ্প সরবরাহ সম্পূর্ন বন্ধ অথবা চালু করার কাজে যে ভাল্ভ ব্যবহার করা হয় সেটিই মেইন ষ্টীম স্টপ ভাল্ভ নামে পরিচিত।
ষ্টীম স্টপ ভাল্ভ বয়লারের স্টীম ড্রাম বা শেলের সাথে উপরিভাগে স্থাপন করা হয়। ষ্টীম স্টপ ভাল্ভ এর ফ্লাঞ্জের সাথে উপযুক্ত গ্যাসকেট ব্যবহার করতে হয় অন্যথায় স্টীম লিকেজ হলে দূর্ঘটনার ঝুকি থাকে।
ষ্টীম স্টপ ভাল্ভ লিকেজ থাকলে ভাল্ভ বন্ধ থাকা অবস্থায় স্টীম লাইনে স্টীম যেতে থাকে ফলে দক্ষতা হ্রাস পায় এবং পাইপে কনডেনসেট জমে দূর্ঘটনাও ঘটতে পারে।
No comments:
Post a Comment