বয়লারে জ্বালানী দহনের পরে অব্যবহৃত ফ্লু গ্যাস যে নির্গম নলের মাধ্যমে বাহিরে নির্গত হয় তাকে চিমনী বলে।
চিমনী ব্যবহার ছাড়া বয়লার চালালে বয়লারের জ্বালানী সঠিকভাবে দহন হবে না এবং বয়লার রুমসহ বয়লারের চারিপাশের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠবে। তাই বয়লারে জ্বালানীর সঠিক দহন ও পরিবেশ স্বাভাবিক রাখার জন্য চিমনী ব্যবহার অপরিহার্য।
চিমনীর উচ্চতা সাধারনত পারিপার্শিক স্থাপনার উপর নির্ভর করে ।
No comments:
Post a Comment