Wednesday, September 23, 2020

সেফটি ভাল্ভ এর স্টীম টেস্ট

স্টীম টেষ্ট

স্টীম টেস্ট বা বাষ্প পরীক্ষা হচ্ছে বয়লারের সেফটি ভাল্ভ এর বাস্তব ও প্রকৃত পরীক্ষা যার মাধ্যমে নিশ্চিত করার করা হয় যে সেফটি ভাল্ভ গুলি কার্যকরভাবে অতিরিক্ত বাষ্প থেকে বয়লারকে রক্ষা করার জন্য যথেষ্ট এবং সেগুলি যখন সর্বোচ্ছ কার্যকরী বাষ্পচাপে পৌঁছে যায় তখন কাজ করে কিনা।


স্টীম টেস্ট এর সময় বয়লারের প্রেসার এ্যাকুমুলেশন (Accumulation) যদি বয়লারের সর্বোচ্ছ কার্যকরী বাষ্পচাপের ১০ শতাংশের বেশী হয় তাহলে সে সেফটি ভাল্ভ বয়লারের জন্য সঠিক নয়, সেক্ষেত্রে সেফটি ভাল্ভটি পরিবর্তন করে বেশী ডিসচার্জিং এরিয়ার সেফটি ভাল্ভ স্থাপন করতে হবে।

রেগুলেশন অনুসারে প্রত্যেক নতুন বয়লারে ও যখন  সর্বোচ্ছ অনুমোদিত কার্যকরী বাষ্পচাপে পরিবর্তন করা হয় তখন সেফটি ভালভের স্টীম টেস্ট করা হয়। 



No comments:

Post a Comment

বয়লারের ক্রস সেকশনাল কন্সট্রাকশন ড্রয়িং: একটি প্রযুক্তিগত বিশ্লেষণ

  বয়লারের ক্রস সেকশনাল কন্সট্রাকশন ড্রয়িং: একটি প্রযুক্তিগত বিশ্লেষণ ভূমিকা বয়লার হল তাপ-ভিত্তিক একটি যন্ত্র যা তরলকে বাষ্পে রূপান্তর...