Thursday, September 3, 2020

বয়লার সনদপত্র নবায়ন (Boiler Certificate Renewal)

বাংলাদেশ বয়লার আইন’ ১৯২৩ এর ৮ ধারা অনুযায়ী বয়লার ব্যবহারের প্রত্যয়নপত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে নবায়নের জন্য আবেদন করতে হবে এবং ২৩ ধারা অনুযায়ী সনদপত্র নবায়ন ব্যতীত বয়লার চালানো শাস্তিযোগ্য অপরাধ। 


বয়লারের ব্যবহারের প্রত্যয়নপত্র নবায়নের জন্য নিম্নে উল্লেখিত কাগজপত্রের প্রয়োজন।


১। নির্ধারিত ফরমে আবেদনপত্র- এটি প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে অথবা কার্যালয়ের ওয়েবসাইটে হতে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে।

২। বয়লার পরিচারক সনদপত্রের অনুলিপি।

৩। নির্ধারিত ফি প্রদানের ট্রেজারি চালানের মূলকপি- বোড নাম্বার সহ চালানের কপি প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

No comments:

Post a Comment

বয়লারের ক্রস সেকশনাল কন্সট্রাকশন ড্রয়িং: একটি প্রযুক্তিগত বিশ্লেষণ

  বয়লারের ক্রস সেকশনাল কন্সট্রাকশন ড্রয়িং: একটি প্রযুক্তিগত বিশ্লেষণ ভূমিকা বয়লার হল তাপ-ভিত্তিক একটি যন্ত্র যা তরলকে বাষ্পে রূপান্তর...