Thursday, September 3, 2020

বয়লার প্রকার(Boiler Types)?

বয়লার সাধারণত দুই প্রকার 

(১) ফায়ার টিউব বয়লার এবং 

(২) ওয়াটার টিউব বয়লার।

(১) ফায়ার টিউব বয়লারঃ ফায়ার টিউব বয়লারে টিউবের ভিতরে আগুন বা আগুনের ধোঁয়া প্রবাহিত হয় এবং টিউবের বাইরে পানি থাকে। সাধারণত ফায়ার টিউব বয়লার প্যাকেজ টাইপ, স্বল্প চাপের এবং কম ক্যাপাসিটির হয়ে থাকে। বিভিন্ন গার্মেন্টস কারখানা, ঔষধ কারখানা ও রাইস মিলে এধরনের বয়লার ব্যবহৃত হয়।

 

(২) ওটার টিউব বয়লারঃ ওয়াটার টিউব বয়লারে টিউবের ভিতরে পানি থাকে এবং টিউবের বাইরে আগুন বা আগুনের ধোঁয়া প্রবাহিত হয়। ওয়াটার টিউব বয়লার বেশী ক্যাপাসিটি এবং বাষ্পচাপ অধিক হয়ে থাকে। ওয়াটার টিউব বয়লার বিদ্যুত কেন্দ্র, কেমিক্যাল কারখানা, সার কারখানা, চিনিকল ইত্যাদি কারখানায় ব্যবহৃত হয়।

 


No comments:

Post a Comment

অনলাইনে ইলেকট্রিশিয়ান লাইসেন্সে যাচাই (Check Electrician License Online)

 অনলাইনে ইলেকট্রিশিয়ান লাইসেন্সে যাচাই (Check Electrician License Online) ব্রাউজার এর এ্যড্রেসবারে  https://e-service.ocei.gov.bd/   লিখে   ...