Thursday, September 3, 2020

ওটার টিউব বয়লার(Water Tube Boiler)

ওয়াটার টিউব বয়লারে টিউবের ভিতরে পানি থাকে এবং টিউবের বাইরে আগুন বা আগুনের ধোঁয়া প্রবাহিত হয়। ওয়াটার টিউব বয়লার বেশী ক্যাপাসিটি এবং বাষ্পচাপ অধিক হয়ে থাকে। ওয়াটার টিউব বয়লার বিদ্যুত কেন্দ্র, কেমিক্যাল কারখানা, সার কারখানা, চিনিকল ইত্যাদি কারখানায় ব্যবহৃত হয়।

ওটার টিউব বয়লার

 

No comments:

Post a Comment

বয়লারের ক্রস সেকশনাল কন্সট্রাকশন ড্রয়িং: একটি প্রযুক্তিগত বিশ্লেষণ

  বয়লারের ক্রস সেকশনাল কন্সট্রাকশন ড্রয়িং: একটি প্রযুক্তিগত বিশ্লেষণ ভূমিকা বয়লার হল তাপ-ভিত্তিক একটি যন্ত্র যা তরলকে বাষ্পে রূপান্তর...