বয়লার পরিচালনায় সচরাচর যে ভুলসমূহ হয়ে থাকেঃ
১) অনুমোদিত চাপের অধিক চাপে বয়লার চালানো
২) বয়লার রুমের ত্রুটি
৩) স্টিম লাইনে ইনসুলেশন না থাকা
৪) সনদপত্রধারী বয়লার পরিচারকের পরিচালনায় বয়লার না থাকা
৫) লগবুক সংরক্ষণ না করা
৬) সেফটি ভালভের দিকে নজর না দেওয়া ( নিয়মিত পরীক্ষা না করা)
৭) গেজ গ্লাসে লিকেজ ও ঘোলা থাকা
৮) দুটি সেফটি ভালভ ব্যবহার না করা
৮) দুটি গেজ গ্লাস ব্যবহার না করা
৯) নিয়মিত ব্লো-ডাউন না করা
১০) পারশোধিত পানি ব্যবহার না করা
No comments:
Post a Comment