Friday, September 4, 2020

বয়লার পরিচালনায় সচরাচর ভুলসমূহ (Common Mistakes in Boiler Operation)

 বয়লার পরিচালনায় সচরাচর  যে ভুলসমূহ হয়ে থাকেঃ


১) অনুমোদিত চাপের অধিক চাপে বয়লার চালানো

২) বয়লার রুমের ত্রুটি

৩) স্টিম লাইনে ইনসুলেশন না থাকা

৪) সনদপত্রধারী বয়লার পরিচারকের পরিচালনায় বয়লার না থাকা

৫) লগবুক সংরক্ষণ না করা

৬) সেফটি ভালভের দিকে নজর না দেওয়া ( নিয়মিত পরীক্ষা না করা)

৭) গেজ গ্লাসে লিকেজ ও ঘোলা থাকা

৮) দুটি সেফটি ভালভ ব্যবহার না করা

৮) দুটি গেজ গ্লাস ব্যবহার না করা

৯) নিয়মিত ব্লো-ডাউন না করা

১০) পারশোধিত পানি  ব্যবহার না করা

No comments:

Post a Comment

অনলাইনে ইলেকট্রিশিয়ান লাইসেন্সে যাচাই (Check Electrician License Online)

 অনলাইনে ইলেকট্রিশিয়ান লাইসেন্সে যাচাই (Check Electrician License Online) ব্রাউজার এর এ্যড্রেসবারে  https://e-service.ocei.gov.bd/   লিখে   ...