সেফটি ভাল্ভ, বয়লারের অভ্যন্তরে নির্ধারিত চাপের অধিক চাপে বাষ্প উৎপন্ন হলে তা বাইরে বের করে বয়লারকে দুর্ঘটনা থেকে নিরাপদ রাখে।
সেফটি ভাল্ভ হচ্ছে বয়লারের প্রান বা নিরাপত্তা ডিভাইস। সেফটি ভাল্ভ ছাড়া বয়লারে অস্তিত্বই চিন্তা করা যায়না। বয়লার নির্মাণের সাথে সেফটি ভাল্ভ এর সঠিক ডিজাইনও জরুরী। সাধারনত সেফটি ভাল্ভ বয়লারের স্টীম ড্রামের উপর স্থাপন করা হয়। সেফটি ভাল্ভ স্থাপন ছাড়া বা সেফটি ভাল্ভ বন্ধ করে কোনভাবেই বয়লার চালনা করা যাবে না।
বয়লারের অভ্যন্তরে অতিরিক্ত বাষ্প উৎপন্ন হয়ে বিষ্পোরণের উপক্রম হলে সেফটি ভালব সয়ংক্রিয় ভাবে খুলে গিয়ে বয়লারের অতিরিক্ত বাষ্প বের করে বয়লারকে দুর্ঘটনা হতে রক্ষা করে। সেফটি ভাল্ব এর চাপ বয়লার সনদের নির্ধারিত চাপের অধিক সেট করা যাবে না। প্রতি মাসে কমপক্ষে একবার সেফটি ভালব ব্লো-অফ নিশ্চিত করতে হবে। বছরে কমপক্ষে একবার সেফটি ভাল্ভ খুলে পরীক্ষা করতে হবে।
সেফটি ভাল্ভ ছাড়া বা সেফটি ভাল্ভ কোনরকম টেম্পারিং করে বয়লার চালানো অত্যন্ত ঝুকিপূর্ণ। বাংলাদেশ বয়লার রেগুলেশন ১৯৫১ অনুযায়ী প্রত্যেক বয়লারে কমপক্ষে ২টি সেফটি ভালব থাকতে হবে। সেফটি ভাল্ভ এর সর্বনিম্ন ব্যাস ৩/৪ ইঞ্চি। বয়লারের সাথে সেফটি ভাল্ভ ভার্টিক্যাল এক্সিস বরাবর স্থাপন করতে হবে। বয়লার এবং সেফটি ভাল্ভ এর সাথে অন্যকোন পাইপ, যন্ত্র, ডিভাইস বা ভাল্ভ সংযোজন করা যাবে না। স্টীম টেষ্টের ক্ষেত্রে ব্যবহৃত সেফটি ভাল্ভ দ্বারা বাষ্প নির্গমনের সময় বাষ্পচাপ কার্যকরী বাষ্পচাপের সর্বোচ্চ ১০ % এর বেশী বৃদ্ধি পেলে উক্ত সেফটি ভাল্ভ বয়লারের জন্য উপযুক্ত নয়।
No comments:
Post a Comment