Friday, September 4, 2020

বয়লার মেরামত ও রক্ষনাবেক্ষণে সচরাচর ভুলসমূহ (Common Mistakes in Boiler Maintenance)

 

বয়লার মেরামত ও রক্ষনাবেক্ষণে সচরাচর  যে ভুলসমূহ হয়ে থাকেঃ


১) নিয়মিত গ্যাসকেট পরিবর্তণ না করা

২) নিম্নমানের রিফ্রাক্টরিজ মেটারিয়াল ব্যবহার করা

৩) নিম্নমানের ডি-স্কেলিং মেটারিয়াল ব্যবহার করা

৪) লিকেজ টিউব ব্লাইন্ড করে রাখা

৫) ফ্লু-গ্যাস নির্গমন পথ নিয়মিত পরিস্কার না করা

৬)  রেগুলেশন অনুযায়ী প্রতি বছর হাইড্রোলিক টেস্ট না করা

৭) সেফটি ভালভ পরীক্ষা না করা

৮) সেফটি ভালভ ও গেজ গ্লাস ক্যালিব্রেশন না করা।

৯) বয়লার ব্যবহার না হলে সঠিকভাবে সংরক্ষণ না করা

১০) ‍নির্দিষ্ট সময় পর পর প্রিভেন্টিভ মেইনেটেন্যান্স না করা


 

No comments:

Post a Comment

অনলাইনে ইলেকট্রিশিয়ান লাইসেন্সে যাচাই (Check Electrician License Online)

 অনলাইনে ইলেকট্রিশিয়ান লাইসেন্সে যাচাই (Check Electrician License Online) ব্রাউজার এর এ্যড্রেসবারে  https://e-service.ocei.gov.bd/   লিখে   ...