বয়লার আমদানির পূর্বে বয়লার রেগুলেশন’ ১৯৫১ অনুযায়ী প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় হতে ছাড়পত্র গ্রহণের বিধান রয়েছে যাতে বয়লার আমদানির পরো কাগজপত্র নিয়ে কোন প্রশ্ন না হয়।
বয়লার আমদানির ছাড়পত্রের জন্য নিম্নোক্ত কাগজপত্র প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে দাখিল করতে হয়।
১। ক্রস সেকশনাল কনস্ট্রাকশন ড্রইং এর অনুমোদিত মূল কপি।
২। হিটিং সারফেস এর হিসাব।
৩। বয়লারের চাপমান অংশসমূহের শক্তির হিসাব।
৪। ইস্পাত প্রস্তুতকারীর নিকট হতে ইস্পাত তৈরি ও পরীক্ষার সনদের ফটোকপি।
৫। ট্রেড লাইসেন্স এর ফটোকপি।
৬। আর্টিকেল অব মেমোরেন্ডাম এর ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
৭। নির্ধারিত ফি প্রদানের ট্রেজারি চালানের মূলকপি।
No comments:
Post a Comment