Thursday, September 3, 2020

ওয়াটার সফটনার(water Softner)

ওয়াটার সফটনার হচ্ছে পানি মৃদুকরণ (softening) বা পরিশোধন যন্ত্র। পানিতে দ্রবিভ’ত ক্যলশিয়াম কার্বনেট বা ম্যাগনেশিয়াম কার্বনেট যুক্ত খর পানিকে ওয়াটার সফটনার ব্যবহারের মাধ্যমে মৃদু (soft) পানিতে পরিনত করা হয়। 

বয়লারে ব্যবহৃত  ফিড ওয়াটারের মধ্যে ক্যলশিয়াম, ম্যাগনেশিয়াম বা অন্য কোন দ্রবন দ্রবিভ’ত থাকলে বয়লারের টিউব, ড্রাম ও শেলে স্কেল জমতে থাকে, তাই ওয়াটার সফটনার ব্যবহারের মাধ্যমে বয়লারে ব্যবহার উপযোগী পানি সরবরাহ করা যায়। 


সাধানরত ওয়াটার সফটনার ফিড ট্যাংকের আগে স্থাপন করতে হয় এবং ওয়াটার সফটনারে নিয়মিত লবন পানি (Brine solution)  দ্বারা রি-জেনারেশন করে পূন কার্যপোযোগী করতে হয়।

প্রত্যেক বয়লারেই ওয়াটার সফটনার বা পানি পরিশোধন যন্ত্র ব্যবহার করতে হবে। অন্যথায় বয়লারের টিউব ও প্লেটে স্কেল জমে বয়লারে তাপ সঞ্চালনে বাধা সৃষ্টি করবে। বয়লারে স্কেল জমলে বাষ্প উৎপাদন কমে যাবে জ্বালানী ব্যবহার বৃদ্ধি পাবে, প্লেট, টিউব ক্ষয় হয়ে বয়লারের আযুষ্কাল কমে যাবে। তাই প্রতিটি বয়লারে ওয়াটার সফটনার ব্যবহারের গুরুত্ব অপরিসীম।


No comments:

Post a Comment

অনলাইনে ইলেকট্রিশিয়ান লাইসেন্সে যাচাই (Check Electrician License Online)

 অনলাইনে ইলেকট্রিশিয়ান লাইসেন্সে যাচাই (Check Electrician License Online) ব্রাউজার এর এ্যড্রেসবারে  https://e-service.ocei.gov.bd/   লিখে   ...