Thursday, September 3, 2020

বয়লার এক্সেসরীজ

বয়লারের দক্ষতা বাড়ানোর জন্য যেসকল ডিভাইস ব্যবহার করাহয় সেগুলেই  বয়লার এক্সেসরিজ নামে পরিচিত।

 

যেমন-


১. ফিড পাম্প
২. সুপার হিটার
৩. ইকোনোমাইজার
৪. এয়ার প্রতি হিটার

বয়লার এক্সেসরিজ সাধারনত হিট লস কমিয়ে বয়লারের দক্ষতা বৃদ্ধি করে . সুপার হিটার, ইকোনোমাইজার
ও এয়ার প্রতি হিটার ফ্লু গ্যাসের নির্গমন পথে বসানো হয়।

 

No comments:

Post a Comment

বয়লারের ক্রস সেকশনাল কন্সট্রাকশন ড্রয়িং: একটি প্রযুক্তিগত বিশ্লেষণ

  বয়লারের ক্রস সেকশনাল কন্সট্রাকশন ড্রয়িং: একটি প্রযুক্তিগত বিশ্লেষণ ভূমিকা বয়লার হল তাপ-ভিত্তিক একটি যন্ত্র যা তরলকে বাষ্পে রূপান্তর...