Thursday, September 3, 2020

লগশীট (Log Sheet)

বয়লার চালনার বিভিন্ন তথ্য সংরক্ষণ করার জন্য লগশীট ব্যবহার করা হয়। বয়লার লগশীটে প্রতিদিনের তথ্য ঘন্টায় ঘন্টায় লিপিবদ্ধ করতে হয়। বয়লারের স্টীম উৎপাদন কমে গেলে বা ফ্লু গ্যাসের তাপমাত্র বেড়ে গেলে তার কারন লগবুকের তথ্য বিশ্লেষণ করে জানা যায়। তাছাড়া বয়লার ক্লিনিং বা মেরামতের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে লগবুকের তথ্য সহায়ক ভ’মিকা পালন করে। 

বয়লার পরিচালনার ও চালু অবস্থায় বয়লারের বিভিন্ন তথ্য  লগশীটে লিপিবদ্ধ করতে হবে।

তারিখ

সময়

বাষ্পচাপ

বাষ্পের তাপমাত্রা

ফ্লু গ্যাসের তাপমাত্রা

ব্লোডাউন সময়

গেজ গ্লাস ক্লিনিং সময়

পরিচারকের নাম


পরিচারকের স্বাক্ষর              কর্মকর্তার স্বাক্ষর


বয়লারের কার্যক্ষমতা ও আয়ুষ্কাল বয়লারে ব্যবহৃত পানির সাথে সম্পর্কিত। তাই বয়লারের পানির গুনাগুন সঠিক রাখার জন্য নিয়মিত বয়লারে ব্যবহৃত পানির পরীক্ষা করে তথ্য সংগ্রহ করা জরুরী। 
বয়লারে ব্যবহৃত পানির মানমাত্রার তথ্য  নি¤œ বর্ণিতভাবে লগশীটে লিপিবদ্ধ করতে হবে।
 
তারিখ  
সময় 
ফিড ওয়াটার -পিএইচ (pH), হার্ডনেস (Hardness) টিডিএস(TDS) 
 
বয়লার ওয়াটার-পিএইচ (pH) টিডিএস (TDS)
 
সফটনার রিজেনারেশনের সময়


পরীক্ষাকারীর স্বাক্ষর কর্মকর্তার স্বাক্ষর

এছাড়াও বয়লার ও বয়লারে ব্যবহৃত পানির  বিভিন্ন তথ্য ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী সংরক্ষণ করতে হবে।


No comments:

Post a Comment

বয়লারের ক্রস সেকশনাল কন্সট্রাকশন ড্রয়িং: একটি প্রযুক্তিগত বিশ্লেষণ

  বয়লারের ক্রস সেকশনাল কন্সট্রাকশন ড্রয়িং: একটি প্রযুক্তিগত বিশ্লেষণ ভূমিকা বয়লার হল তাপ-ভিত্তিক একটি যন্ত্র যা তরলকে বাষ্পে রূপান্তর...