বয়লার চালনার বিভিন্ন তথ্য সংরক্ষণ করার জন্য লগশীট ব্যবহার করা হয়। বয়লার লগশীটে প্রতিদিনের তথ্য ঘন্টায় ঘন্টায় লিপিবদ্ধ করতে হয়। বয়লারের স্টীম উৎপাদন কমে গেলে বা ফ্লু গ্যাসের তাপমাত্র বেড়ে গেলে তার কারন লগবুকের তথ্য বিশ্লেষণ করে জানা যায়। তাছাড়া বয়লার ক্লিনিং বা মেরামতের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে লগবুকের তথ্য সহায়ক ভ’মিকা পালন করে।
বয়লার পরিচালনার ও চালু অবস্থায় বয়লারের বিভিন্ন তথ্য লগশীটে লিপিবদ্ধ করতে হবে।
তারিখ
সময়
বাষ্পচাপ
বাষ্পের তাপমাত্রা
ফ্লু গ্যাসের তাপমাত্রা
ব্লোডাউন সময়
গেজ গ্লাস ক্লিনিং সময়
পরিচারকের নাম
পরিচারকের স্বাক্ষর কর্মকর্তার স্বাক্ষর
No comments:
Post a Comment