বয়লার সেফটি ভাল্ভ এর পরীক্ষা
সেফটি ভালভ বিভিন্ন ভাবে পরীক্ষা করা যায় নিম্নোক্ত কয়েকটি পরীক্ষার বিষয়ে আলোচনা করা হল-
বেঞ্চ টেস্টিং (Bench Testing)
সেফটি ভাল্ভ এর পরীক্ষার সবচেয়ে কমন টেস্টিং পদ্ধতি হচ্ছে এটি এই পদ্ধতিতে বয়লার কে সম্পূর্ন বন্ধ করতে হয় এবং সেফটি ভাল্ভ খুলে পরীক্ষাগারে নিতে হয়। পরীক্ষা ও প্রয়োজনীয় মেরামত শেষে পুনরায় বয়লারে স্থাপন করা হয়। এ পদ্ধতি সাধারনত সেফটি ভাল্ভ প্রস্তুতের পর করা হয়।
ইনলাইন টেস্টিং (Inline Testing)
সেফটি ভাল্ভ এর পরীক্ষার এটি একটি উত্তম পদ্ধতি এই পদ্ধতিতে বয়লার বন্ধ করতে হয় না। ইনলাইন টেস্টিং (Inline Testing) এ প্রশিক্ষিত টেকনিশিয়ান দ্বারা বয়লার চালু অবস্থায় সেফটি ভাল্ব এর সেট প্রেসার পরীক্ষা করা হয়। এই পদ্ধতিটি অধীক পছন্দনীয় কারন এতে বয়লার বন্ধ করতে হয় না এবং গ্রহনযোগ্য সঠিক ফলাফল পাওয়া যায়।
অপারেটেড ইন-প্লেস টেস্টিং (Operated in Place)
এটা হচ্ছে বয়লারের সেফটি ভাল্ভ পরীক্ষা করার একটি মেনুয়্যাল পদ্ধতি যখন ইচ্ছা তখন করা যায়। এ পদ্ধতিতে সেফটি ভাল্ভ এর টেষ্ট লিভার তুলে পরীক্ষা করা হয়, সেফটি ভাল্ভটি খোলা ও বন্ধ সঠিকভাবে হচ্ছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য। এধরনের টেষ্ট এ সেফটি ভাল্ভ এর সেট প্রেসার জানা যায় না।
No comments:
Post a Comment