Thursday, September 3, 2020

ফিড পাম্প(Feed Pump)

 বয়লারে পানি সরবরাহ করার জন্য যে পাম্প ব্যবহার করা হয় তাকেই ফিড পাম্প  বলে।


 

ফিড পাম্প  দ্বারা সরবরাহকৃত পানির চাপ বয়লারের কার্যকরী বাষ্পচাপের চেয়ে অধীক হওয়া বাঞ্চনীয় অন্যথায় বয়লার চালু অবস্থায় বয়লারে পানি  সরবরাহ করা সম্ভব নয়। তাই বয়লারে পানি সরবরাহের জন্য মাল্টিস্টেজ সেন্ট্রিফিউগ্যাল পাম্প ব্যবহার করা জরুরী। সাধারনত বয়লারের কার্যকরী বাষ্পচাপের ২০% অধিক চাপে বয়লারে পানি সরবরা করা হয়।

বয়লার ও ফিড ট্যাংকের মধ্যবর্তী স্থানে  ফিড পাম্প  স্থাপন করা হয়। বাংলাদেশ বয়লার রেগুলেশন ১৯৫১ মোতাবেক বয়লারের হিটিং সারফেস ১৫০ বর্গফুটের বেশী হলে ২ টি ফিড পাম্প ব্যবহার করা বাধ্যতামূলক।

তাছাড়া ফিডপাম্প শুধু বয়লারে পানিই সরবরাহ করে না বরং বয়লারের দুর্ঘটনা প্রতিরোধে কাজ করে। চালু অবস্থায় বয়লারের পানি ক্রমাগত বাষ্পে পরিনত হয় ফলে বয়লার ড্রামের পানি লেভেল কমতে থাকে বয়লার ড্রামের পানি কমে নির্ধারিত লেভেলের নিচে নেমে গেলে পানি স্বল্পতার কারণে বয়লারে দুর্ঘটনা ঘটার আশংকা থাকে। তাই ফিড পাম্প সয়ংক্রিয় চালু ও বন্ধের ব্যবস্থা থাকা জরুরী। এজন্য বয়লারের প্রয়োজন অনুযায়ী পানি সরবরাহ নিশ্চিতকল্পে ভাল মানের ফিড পাম্প ব্যবহার করা অত্যাবশ্যক।

 

No comments:

Post a Comment

অনলাইনে ইলেকট্রিশিয়ান লাইসেন্সে যাচাই (Check Electrician License Online)

 অনলাইনে ইলেকট্রিশিয়ান লাইসেন্সে যাচাই (Check Electrician License Online) ব্রাউজার এর এ্যড্রেসবারে  https://e-service.ocei.gov.bd/   লিখে   ...