Thursday, September 3, 2020

ওয়াটার লেভেল কন্ট্রোলার (Water Level Controller)

ওয়াটার লেভেল কন্ট্রোলার, সয়ংক্রিয় ভাবে ফিড পাম্পকে চালু ও বন্ধ করে বয়লারের অভ্যন্তরে পানির লেভেল নিশ্চিত করে। এটি ষ্টীম ড্রামের পাশে লাগানো থাকে।

ওয়াটার লেভেল কন্ট্রোলার এর কার্যকারীতা নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন, বিশেষ করে লো এবং হাই ওয়াটার কাট-অফ পরীক্ষা নিয়মিত করা আবশ্যক।


বয়লারের দূর্ঘটনা প্রতিরোধে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত ওয়াটার লেভেল কন্ট্রোলার ব্যবহার করা অত্যন্ত জরুরী।


No comments:

Post a Comment

অনলাইনে ইলেকট্রিশিয়ান লাইসেন্সে যাচাই (Check Electrician License Online)

 অনলাইনে ইলেকট্রিশিয়ান লাইসেন্সে যাচাই (Check Electrician License Online) ব্রাউজার এর এ্যড্রেসবারে  https://e-service.ocei.gov.bd/   লিখে   ...