বয়লার পরিচারক যোগ্যতা সনদ প্রদানের জন্য বয়লার পরিচারক বিধিমালা, ১৯৫৩ এর ২ অনুচ্ছেদ মোতাবেক একজন যোগ্য ও যথাযথ ব্যক্তির সরাসরি ও সার্বক্ষণিক তত্ত্বাবধান ব্যতীত কোন বয়লারের মালিক নিজে বয়লার ব্যবহার করবেন না অথবা অন্য কাউকেও তা ব্যবহারের জন্য অনুমতি প্রদান করবেন না। বয়লার পরিচারক যোগ্যতা সনদ প্রদানের জন্য সরকার কর্তৃক গঠিত একটি বয়লার পরিচারক পরীক্ষক বোর্ড রয়েছে।
বয়লার পরিচারক বিধিমালা, ১৯৫৩ এর ৮ অনুচ্ছেদ অনুযায়ী সনদপত্র দুই প্রকার।
যথা-
(১) প্রথম শ্রেণি ও
(২) দ্বিতীয় শ্রেণি।
প্রথম শ্রেণির বয়লার পরিচারক যোগ্যতা সনদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
১। নির্ধারিত ফরমে আবেদনপত্র
২। অভিজ্ঞতা সনদপত্র
৩। জাতীয় পরিচয় পত্র/এস.এস.সি সনদপত্রের ফটোকপি
৪। নাগরিকত্ব ও চরিত্রগত সনদপত্রের ফটোকপি
৫। সা¤প্রতিককালে তোলা পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি
৬। দ্বিতীয় শ্রেণির বয়লার পরিচারক যোগ্যতা সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
৭। নির্ধারিত ফি প্রদানের ট্রেজারি চালানের মূলকপি
দ্বিতীয় শ্রেণির বয়লার পরিচারক যোগ্যতা সনদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
১। নির্ধারিত ফরমে আবেদনপত্র
২। অভিজ্ঞতা সনদপত্র
৩। জাতীয় পরিচয় পত্র/এস.এস.সি সনদপত্রের ফটোকপি
৪। নাগরিকত্ব ও চরিত্রগত সনদপত্রের ফটোকপি
৫। সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি
৬। নির্ধারিত ফি প্রদানের ট্রেজারি চালানের মূলকপি
No comments:
Post a Comment