বয়লার নির্বাচন এর ক্ষেত্রে সাধারণত যে বিষয়গুলো খেয়াল ও নিশ্চিত করা দরকার-
১) বয়লারের কারিগরী বিনির্দেশ নির্দিষ্ট করা।
ক) ইভাপোরেশন বা বয়লার আউটপুট বা স্টিম ফ্লো
খ) বাষ্পের চাপ
গ) বাষ্পের তাপমাত্রা
ঘ) ফিড ওয়াটারের তাপমাত্রা
২) বয়লার সাইজ
৩) বয়লার ধরণ
৪) বয়লারে ব্যবহৃত জ্বালানী
৫) সেফটি দিকসমূহ
৬) ইমিশন কম্পোজিশন ও পরিবেশগত দিক বিবেচনা করা
৭) মোরামত ও মেইন্টেনেন্স সুযোগ সুবিধা
৮) পানির প্যারামিটার ও পরিশোধনের বিবরণ
৯) স্পেয়ার পার্টস
১০) সার্ভিস ও ওয়ারেন্টি শর্ত
১১) মাউন্টিংস ও এক্সেসরীজ কি কি অন্তর্ভূক্ত থাকবে সেসকল বিষয়
এছাড়াও বয়লার ব্যবহারের ধরনের উপর ভিত্তি করে বয়লার বাচাই করতে প্রয়োজন অনুসারে বিবেচ্য বিষয় নির্ধারণ করতে হবে।
No comments:
Post a Comment