বয়লার অপারেটরের যেসকল কারিগরী বিষয় জানা থাকা উচিত--All the technical things that a boiler operator should know
১. বিভিন্ন প্রকারের বয়লারে গঠন ও কার্যপ্রনালী।
২. বয়লারে ব্যবহৃত বিভিন্ন ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্য।
৩. বয়লারে বাষ্প উৎপাদনের প্রসেস।
৪. বয়লারে তাপ পরিবহনের নীতি।
৫. বয়লারের বিভিন্ন ফিটিংস, ভাল্ভ ও মাউন্টিংস ব্যবহারের উদ্দেশ্য, গঠন ও কার্যপ্রনালী।
৬. বয়লারের বিভিন্ন এক্সেসরিজে ব্যবহারের উদ্দেশ্য ও গঠন।
৭. বয়লারের ব্যবহৃত বিভিন্ন জলানির বৈশিষ্ট্য।
৮. চাপ ও তাপের বিভিন্ন এককে পরিমাপ পদ্ধতি।
৯. ফিড পাম্প ও ফিডিং ডিভাইস এর গঠন ও কার্যপ্রনালী।
১০. সেফটি ভাল্ভ ও বে-ডাউন ভাল্ভ এর গঠন ও কাজ।
১১. বয়লার ওয়াটার ট্রিটমেন্ট সম্পর্কে সঠিক ধরানা ও মানমাত্রা নিয়ন্ত্রণে কেমিক্যাল ব্যবহারের নিয়ম।
১২. ওয়াটার সফটনার ব্যবহার ও রক্ষণাবেক্ষণ।
১৩. বয়লার কন্ট্রোল প্যানেল পরিচালনা করা।
১৪. বয়লারে ব্যবহৃত বৈদ্যুতিক সার্কিট সম্পর্কে সঠিক ধারনা।
১৫. বয়লারের প্রেসার পার্টস ক্ষয়ের কারন ও প্রতিকারের পদ্ধতি।
১৬. বয়লারের তাপতল পরিস্কারের পদ্ধতি সমূহ।
১৭. বয়লার ডি-স্কেলিং করার উদ্দেশ্য ও পদ্ধতি।
১৮. বয়লার হাইড্রোস্ট্যাটিক টেস্ট করার উদ্ধেশ্য ও পদ্ধতি।
১৯. বয়লারের সেফটি ভাল্ভ টেস্ট করার পদ্ধতিসমূহ।
২০. সেফটি ভাল্ভ এর স্টিম টেস্ট করার পদ্ধতি।
২১. বয়লার মেরামত ও মেইনটেন্যান্স করার পদ্ধতি।
২২. বয়লার দুর্ঘটনার বিভিন্ন কারন ও প্রতিরোধের উপায়সমূহ।
এছাড়াও বয়লারের সাথে সংশ্লিষ্ট প্রকৌশলীদের যে বিষয়ে সঠিক ধারনা থাকতে হয়।
১. বয়লারের দক্ষতা পরিমাপ পদ্ধতি।
২. দক্ষতা বাড়ানোর উপায়।
৩. বয়লারের প্রেসার নির্ণয় পদ্ধতি।
৪. বয়লারের হিটিং সারফেস পরিমাপ পদ্ধতি।
৫. বয়লার ড্রইং বুঝতে পারা।
৬. বাষ্প লাইনের পিএন্ডআই ডায়াগ্রম স্কেচিং করা ও
৭. বিভিন্ন প্রকার বাষ্পের বৈশিষ্ট্য ইত্যাদি।
No comments:
Post a Comment