Wednesday, October 2, 2024

মানসম্মত বয়লারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট

 একটি মানসম্মত বয়লারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট:


১) এটি কম জ্বালানিতে অধিক বাষ্প তৈরী করবে।

২) বয়লার স্থাপন ব্যয় কম হবে। 

৩) বয়লার চালানো খুব বেশী জটিল হবে না।

৪) বাষ্পের লোডের কম বেশীতে বয়লার পরিচালনায় কোন সমস্যা হবে না।

৫) অল্প সময়ে বা দ্রুত চালু করার ব্যবস্থা খাকতে হবে।



৬) স্থাপনের জন্য বেশী জায়গার প্রয়োজন হবে না।

৭) বয়লারের ওজন বেশী হবে না।

৮) বিভিন্ন সংযোগ এর পরিমান কম হবে এবং পরিদর্শন সহজ হবে।

৯) বয়লারের তাপতলে কোন স্কেল ও কাদা জমবে না।

১০) বয়লারের টিউব পরিবর্তন ও মেরামত করার সহজ ব্যবস্থা থাকতে হবে।

১১) বয়লার তৈরীতে প্রচলিত বিদ্যমান আইন ও কোড সম্পূর্ন অনুসরণ করতে হবে।


No comments:

Post a Comment

বয়লার গ্যাস ট্রেন (Boiler Gas Train)

 বয়লার গ্যাস ট্রেন (Boiler Gas Train)  বয়লার গ্যাস ট্রেন (Boiler Gas Train) হলো একটি সিস্টেম, যা বয়লারের জন্য প্রাকৃতিক গ্যাস বা তরলীকৃত ...