Wednesday, October 16, 2024

প্রয়োজনীয় সংখ্যক মাউন্টিংস ও এক্সেসরীজ (Required Mountings and accessories)

 প্রয়োজনীয় সংখ্যক মাউন্টিংস ও এক্সেসরীজ নিশ্চিত করা

প্রত্যেক বয়লারে প্রয়োজনীয় সংখ্যক মাউন্টিংস সংযোজন করা বাধ্যতামূলক, বিভিন্ন দেশের রেগুলেশন/কোড অনুসারে এর সংখ্যা ভিবিন্ন দেশের জন্য ভিবিন্ন রকম। বাংলাদেশ বয়লার রেগুলেশন অনুসারে প্রয়োজনীয় সংখ্যক মাউন্টিংস হচ্ছে -

১) দুটি সেফটি ভালভ (সর্বনিম্ন ব্যাস ৩/৪˝) 

২) দুটি ওয়াটার লেভেল ইন্ডিকেটর 

৩) একটি প্রেসার গেজ 

৪) একটি স্টীম স্টপ ভালভ 

৫) একটি ফিড চেক ভালভ 

৬) দুটি ফিড পাম্প যদি হিটিংসারফেস ১৫০ বর্গফুটের বেশী হয় 

৭) একটি ব্লো-ডাউন ভালভ 

৮) ইন্টারনাল ফার্নেসযুক্ত বয়লারের জন্য একটি ফিউজিবল প্লাগ 

৯) পরিদর্শকের প্রেসার গেজ স্থাপনের জন্য ব্যবস্থা 

১০) বয়লারের ভিতরে পরিস্কার করার জন্য ম্যানহোল 

এজন্য বয়লার ক্রয় এর পূর্বে রেগুলেশন/কোড অনুসারে প্রয়োজনীয় সংখ্যক মাউন্টিংস এর সরবরাহ নিশ্চিত করে বয়লার ক্রয় করতে হবে। অন্যথায় বয়লার নিবন্ধন করতে যেমন সমস্যায় পড়তে হবে তেমনি বয়লারের নিরাপত্তা ঝুঁকিও থেকে যাবে।


No comments:

Post a Comment

বয়লার গ্যাস ট্রেন (Boiler Gas Train)

 বয়লার গ্যাস ট্রেন (Boiler Gas Train)  বয়লার গ্যাস ট্রেন (Boiler Gas Train) হলো একটি সিস্টেম, যা বয়লারের জন্য প্রাকৃতিক গ্যাস বা তরলীকৃত ...