Tuesday, October 15, 2024

বয়লার প্রেসার পার্ট পরীক্ষার জন্য কেন পানি ব্যবহার করা হয়?

এক কথায় বলা যায় পানি হচ্ছে সহজলভ্য ও সস্তা। পাশাপাশি, পানির কিছু বৈশিষ্ট্য রয়েছে যা এটিকে বয়লার চাপ পরীক্ষায় ব্যবহারের জন্য আদর্শ করে তোলে। যেমন-

  • পানি অ-বিষাক্ত এবং পরিবেশের কোন ক্ষতি করে না, স্থানীয় পরিবেশগত বর্জ্য মান নিয়ন্ত্রন এর মধ্যে থাকা সহয়।
  • পানি প্রায় অসংকোচনীয় (Incompressible), এটি দিয়ে বদ্ধ ভ্যাসেরের  মধ্যে চাপ বাড়ানো সহজ। 
  • বয়লারের  পরীক্ষার ক্ষেত্রে, বায়ুমন্ডলীয় চাপ থেকে প্রয়োাজনীয় পরীক্ষার পর্যন্ত চাপ অল্প সময়ে  দ্রুত অর্জন করা সম্ভব।

No comments:

Post a Comment

অনলাইনে ইলেকট্রিশিয়ান লাইসেন্সে যাচাই (Check Electrician License Online)

 অনলাইনে ইলেকট্রিশিয়ান লাইসেন্সে যাচাই (Check Electrician License Online) ব্রাউজার এর এ্যড্রেসবারে  https://e-service.ocei.gov.bd/   লিখে   ...