Thursday, September 3, 2020

সুপার হিটার (Superheater)

সুপার হিটার (Superheater)

স্যাসুরেটেড স্টিমকে (saturated steam)  সুপারহিটেড স্টিম (superheated steam) এ রুপান্দর তরা হয় যে ডিভাইসের মাধ্যমে সেটিই সুপার হিটার নামে পরিচিত। স্টিম টারবাইনে স্যাসুরেটেড স্টিমকে (saturated steam) ব্যবহার করলে টারবাইনের ব্লেড ক্ষতিগ্রস্থ হয় বিধায় স্টিম টারবাইনে সুপারহিটেড স্টিম (superheated steam) ব্যবহার করতে হয়। সাধারনত তিন ধরনের সুপার হিটার রয়েছে যেমন রেডিয়েন্ট সুপার হিটার, কনভেকশন সুপার হিটার ও সেফারেটলি ফায়ার্ড সুপার হিটার।

সুপার হিটার (Superheater)

 

 

 


No comments:

Post a Comment

Welding Procedure Specification (WPS) বা ওয়েল্ডিং পদ্ধতি নির্ধারণপত্র

  Welding Procedure Specification (WPS) বা ওয়েল্ডিং পদ্ধতি নির্ধারণপত্র হলো একটি লিখিত দলিল, যা কোনো নির্দিষ্ট ধাতব উপকরণ জোড়ার কাজ (wel...