Thursday, September 3, 2020

ইকোনোমাইজার (Economizer)

ইকোনোমাইজার (Economizer)

বয়লারের ফিড ওয়াটরকে গরম করার জন্য ইকোনোমাইজার ব্যবহার করা হয়। ইকোনোমাইজারও এক ধরনের হিট এক্সচেঞ্জার। অনেকগুলো টিউবের সমন্বয়ে ইকোনোমাইজার গঠিত। গরম বাতাস  চিমনী দিয়ে বেরিয়ে যাওয়ার পথে এটি স্থাপন করা হয়। নাম থেকেই বুঝা যাচ্ছে যে ইকোনোমাইজার বয়লারের ইকোনোমি উন্নত করে। প্রায় সকল ধরনের বয়লারেই ইকোনোমাইজার ব্যবহার করা হয়। ইকোনোমাইজার এর টিউবের ভিতরে থাকে পানি এবং বাইরে থাকে গরম বাতাস । 



প্রায় সকল ধরনের বয়লারেই ইকোনোমাইজার ব্যবহার করা হয়।

No comments:

Post a Comment

Welding Procedure Specification (WPS) বা ওয়েল্ডিং পদ্ধতি নির্ধারণপত্র

  Welding Procedure Specification (WPS) বা ওয়েল্ডিং পদ্ধতি নির্ধারণপত্র হলো একটি লিখিত দলিল, যা কোনো নির্দিষ্ট ধাতব উপকরণ জোড়ার কাজ (wel...