Friday, September 4, 2020

অনলাইনে বয়লার পরিচারক যোগ্যতা সনদ যাচাই( Check Boiler Attendant Certificate Online)

 ব্রাউজার এর এ্যড্রেসবারে boiler.gov.bd লিখে Enter বাটনে ক্লিক করলে নিচের পেইজটি আসবে। পেইজটি মেন্যু বারে সনদ যাচাই মেন্যুতে মাউস রাখলে একটি ড্রপডাউন মেন্যু আসবে সেখান থেকে  পরিচারক সনদ যাচাই এ ক্লিক করতে হবে।





 

পরিচারক সনদ যাচাই এ ক্লিক করলে নিচের ফরমের মত একটি পেইজ আসবে । উক্ত ফেইজে Attendent Type এর ড্রপডাউন মেন্যু হতে পরিচারকের সনদপত্রের ধরন মেন ১ম বা ২য় সিলেক্ট করতে হবে, অতপর Attendant Certificate No: এর ঘরে সনদপত্র নম্বরটি লিখতে হবে, যেমন 2345 । 


অতঃপর Submit বাটনে ক্লিক করলে উক্ত বয়লার পরিচারকের সনদপত্রের বিস্তারিত তথ্য সম্বলিত নিচের পেইজটির মত একটি পেইজ আসবে। 


 


No comments:

Post a Comment

Welding Procedure Specification (WPS) বা ওয়েল্ডিং পদ্ধতি নির্ধারণপত্র

  Welding Procedure Specification (WPS) বা ওয়েল্ডিং পদ্ধতি নির্ধারণপত্র হলো একটি লিখিত দলিল, যা কোনো নির্দিষ্ট ধাতব উপকরণ জোড়ার কাজ (wel...