Showing posts with label মাউন্টিংস. Show all posts
Showing posts with label মাউন্টিংস. Show all posts

Thursday, September 3, 2020

ফিড পাম্প(Feed Pump)

 বয়লারে পানি সরবরাহ করার জন্য যে পাম্প ব্যবহার করা হয় তাকেই ফিড পাম্প  বলে।


 

ফিড পাম্প  দ্বারা সরবরাহকৃত পানির চাপ বয়লারের কার্যকরী বাষ্পচাপের চেয়ে অধীক হওয়া বাঞ্চনীয় অন্যথায় বয়লার চালু অবস্থায় বয়লারে পানি  সরবরাহ করা সম্ভব নয়। তাই বয়লারে পানি সরবরাহের জন্য মাল্টিস্টেজ সেন্ট্রিফিউগ্যাল পাম্প ব্যবহার করা জরুরী। সাধারনত বয়লারের কার্যকরী বাষ্পচাপের ২০% অধিক চাপে বয়লারে পানি সরবরা করা হয়।

বয়লার ও ফিড ট্যাংকের মধ্যবর্তী স্থানে  ফিড পাম্প  স্থাপন করা হয়। বাংলাদেশ বয়লার রেগুলেশন ১৯৫১ মোতাবেক বয়লারের হিটিং সারফেস ১৫০ বর্গফুটের বেশী হলে ২ টি ফিড পাম্প ব্যবহার করা বাধ্যতামূলক।

তাছাড়া ফিডপাম্প শুধু বয়লারে পানিই সরবরাহ করে না বরং বয়লারের দুর্ঘটনা প্রতিরোধে কাজ করে। চালু অবস্থায় বয়লারের পানি ক্রমাগত বাষ্পে পরিনত হয় ফলে বয়লার ড্রামের পানি লেভেল কমতে থাকে বয়লার ড্রামের পানি কমে নির্ধারিত লেভেলের নিচে নেমে গেলে পানি স্বল্পতার কারণে বয়লারে দুর্ঘটনা ঘটার আশংকা থাকে। তাই ফিড পাম্প সয়ংক্রিয় চালু ও বন্ধের ব্যবস্থা থাকা জরুরী। এজন্য বয়লারের প্রয়োজন অনুযায়ী পানি সরবরাহ নিশ্চিতকল্পে ভাল মানের ফিড পাম্প ব্যবহার করা অত্যাবশ্যক।

 

ওয়াটার লেভেল কন্ট্রোলার (Water Level Controller)

ওয়াটার লেভেল কন্ট্রোলার (Water Level Controller)

ওয়াটার লেভেল কন্ট্রোলার, সয়ংক্রিয় ভাবে ফিড পাম্পকে চালু ও বন্ধ করে বয়লারের অভ্যন্তরে পানির লেভেল নিশ্চিত করে। এটি ষ্টীম ড্রামের পাশে লাগানো থাকে।

ওয়াটার লেভেল কন্ট্রোলার এর কার্যকারীতা নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন, বিশেষ করে লো এবং হাই ওয়াটার কাট-অফ পরীক্ষা নিয়মিত করা আবশ্যক।



বয়লারের দূর্ঘটনা প্রতিরোধে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত ওয়াটার লেভেল কন্ট্রোলার ব্যবহার করা অত্যন্ত জরুরী।


সেপটি ভালব(Safety Valve) কি?

সেফটি ভাল্ভ, বয়লারের অভ্যন্তরে নির্ধারিত চাপের অধিক চাপে বাষ্প উৎপন্ন হলে তা বাইরে বের করে বয়লারকে দুর্ঘটনা থেকে নিরাপদ রাখে।

সেফটি ভাল্ভ হচ্ছে বয়লারের প্রান বা নিরাপত্তা ডিভাইস। সেফটি ভাল্ভ ছাড়া বয়লারে অস্তিত্বই চিন্তা করা যায়না। বয়লার নির্মাণের সাথে সেফটি ভাল্ভ এর সঠিক ডিজাইনও জরুরী। সাধারনত সেফটি ভাল্ভ বয়লারের স্টীম ড্রামের উপর স্থাপন করা হয়। সেফটি ভাল্ভ স্থাপন ছাড়া বা সেফটি ভাল্ভ বন্ধ করে কোনভাবেই বয়লার চালনা করা যাবে না।
 

 
বয়লারের অভ্যন্তরে অতিরিক্ত বাষ্প উৎপন্ন হয়ে বিষ্পোরণের উপক্রম হলে সেফটি ভালব সয়ংক্রিয় ভাবে খুলে গিয়ে বয়লারের অতিরিক্ত বাষ্প বের করে বয়লারকে দুর্ঘটনা হতে রক্ষা করে। সেফটি ভাল্ব এর চাপ বয়লার সনদের নির্ধারিত চাপের অধিক সেট করা যাবে না। প্রতি মাসে কমপক্ষে একবার সেফটি ভালব ব্লো-অফ নিশ্চিত করতে হবে। বছরে কমপক্ষে একবার সেফটি ভাল্ভ খুলে পরীক্ষা করতে হবে। 

সেফটি ভাল্ভ ছাড়া বা সেফটি ভাল্ভ কোনরকম টেম্পারিং করে বয়লার চালানো অত্যন্ত ঝুকিপূর্ণ। বাংলাদেশ বয়লার রেগুলেশন ১৯৫১ অনুযায়ী প্রত্যেক বয়লারে কমপক্ষে ২টি সেফটি ভালব থাকতে হবে। সেফটি ভাল্ভ এর সর্বনিম্ন ব্যাস ৩/৪ ইঞ্চি। বয়লারের সাথে সেফটি ভাল্ভ ভার্টিক্যাল এক্সিস বরাবর স্থাপন করতে হবে। বয়লার এবং সেফটি ভাল্ভ এর সাথে অন্যকোন পাইপ, যন্ত্র, ডিভাইস বা ভাল্ভ সংযোজন করা যাবে না। স্টীম টেষ্টের ক্ষেত্রে ব্যবহৃত সেফটি ভাল্ভ দ্বারা বাষ্প নির্গমনের সময় বাষ্পচাপ কার্যকরী বাষ্পচাপের সর্বোচ্চ ১০ % এর বেশী বৃদ্ধি পেলে উক্ত সেফটি ভাল্ভ বয়লারের জন্য উপযুক্ত নয়।

Welding Procedure Specification (WPS) বা ওয়েল্ডিং পদ্ধতি নির্ধারণপত্র

  Welding Procedure Specification (WPS) বা ওয়েল্ডিং পদ্ধতি নির্ধারণপত্র হলো একটি লিখিত দলিল, যা কোনো নির্দিষ্ট ধাতব উপকরণ জোড়ার কাজ (wel...