Thursday, September 3, 2020

ওয়াটার সফটনার(water Softner)

ওয়াটার সফটনার হচ্ছে পানি মৃদুকরণ (softening) বা পরিশোধন যন্ত্র। পানিতে দ্রবিভ’ত ক্যলশিয়াম কার্বনেট বা ম্যাগনেশিয়াম কার্বনেট যুক্ত খর পানিকে ওয়াটার সফটনার ব্যবহারের মাধ্যমে মৃদু (soft) পানিতে পরিনত করা হয়। 

বয়লারে ব্যবহৃত  ফিড ওয়াটারের মধ্যে ক্যলশিয়াম, ম্যাগনেশিয়াম বা অন্য কোন দ্রবন দ্রবিভ’ত থাকলে বয়লারের টিউব, ড্রাম ও শেলে স্কেল জমতে থাকে, তাই ওয়াটার সফটনার ব্যবহারের মাধ্যমে বয়লারে ব্যবহার উপযোগী পানি সরবরাহ করা যায়। 


সাধানরত ওয়াটার সফটনার ফিড ট্যাংকের আগে স্থাপন করতে হয় এবং ওয়াটার সফটনারে নিয়মিত লবন পানি (Brine solution)  দ্বারা রি-জেনারেশন করে পূন কার্যপোযোগী করতে হয়।

প্রত্যেক বয়লারেই ওয়াটার সফটনার বা পানি পরিশোধন যন্ত্র ব্যবহার করতে হবে। অন্যথায় বয়লারের টিউব ও প্লেটে স্কেল জমে বয়লারে তাপ সঞ্চালনে বাধা সৃষ্টি করবে। বয়লারে স্কেল জমলে বাষ্প উৎপাদন কমে যাবে জ্বালানী ব্যবহার বৃদ্ধি পাবে, প্লেট, টিউব ক্ষয় হয়ে বয়লারের আযুষ্কাল কমে যাবে। তাই প্রতিটি বয়লারে ওয়াটার সফটনার ব্যবহারের গুরুত্ব অপরিসীম।


চিমনী (Chimney)

বয়লারে জ্বালানী দহনের পরে অব্যবহৃত ফ্লু গ্যাস যে নির্গম নলের মাধ্যমে বাহিরে নির্গত হয় তাকে চিমনী বলে।


চিমনী ব্যবহার ছাড়া বয়লার চালালে বয়লারের জ্বালানী সঠিকভাবে দহন হবে না এবং বয়লার রুমসহ বয়লারের চারিপাশের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠবে। তাই বয়লারে জ্বালানীর সঠিক দহন ও পরিবেশ স্বাভাবিক রাখার জন্য চিমনী ব্যবহার অপরিহার্য।


চিমনীর উচ্চতা সাধারনত পারিপার্শিক স্থাপনার উপর নির্ভর করে ।


ফিড পাম্প(Feed Pump)

 বয়লারে পানি সরবরাহ করার জন্য যে পাম্প ব্যবহার করা হয় তাকেই ফিড পাম্প  বলে।


 

ফিড পাম্প  দ্বারা সরবরাহকৃত পানির চাপ বয়লারের কার্যকরী বাষ্পচাপের চেয়ে অধীক হওয়া বাঞ্চনীয় অন্যথায় বয়লার চালু অবস্থায় বয়লারে পানি  সরবরাহ করা সম্ভব নয়। তাই বয়লারে পানি সরবরাহের জন্য মাল্টিস্টেজ সেন্ট্রিফিউগ্যাল পাম্প ব্যবহার করা জরুরী। সাধারনত বয়লারের কার্যকরী বাষ্পচাপের ২০% অধিক চাপে বয়লারে পানি সরবরা করা হয়।

বয়লার ও ফিড ট্যাংকের মধ্যবর্তী স্থানে  ফিড পাম্প  স্থাপন করা হয়। বাংলাদেশ বয়লার রেগুলেশন ১৯৫১ মোতাবেক বয়লারের হিটিং সারফেস ১৫০ বর্গফুটের বেশী হলে ২ টি ফিড পাম্প ব্যবহার করা বাধ্যতামূলক।

তাছাড়া ফিডপাম্প শুধু বয়লারে পানিই সরবরাহ করে না বরং বয়লারের দুর্ঘটনা প্রতিরোধে কাজ করে। চালু অবস্থায় বয়লারের পানি ক্রমাগত বাষ্পে পরিনত হয় ফলে বয়লার ড্রামের পানি লেভেল কমতে থাকে বয়লার ড্রামের পানি কমে নির্ধারিত লেভেলের নিচে নেমে গেলে পানি স্বল্পতার কারণে বয়লারে দুর্ঘটনা ঘটার আশংকা থাকে। তাই ফিড পাম্প সয়ংক্রিয় চালু ও বন্ধের ব্যবস্থা থাকা জরুরী। এজন্য বয়লারের প্রয়োজন অনুযায়ী পানি সরবরাহ নিশ্চিতকল্পে ভাল মানের ফিড পাম্প ব্যবহার করা অত্যাবশ্যক।

 

স্টীম স্টপ ভাল্ভ( Steam Stop Valve)

বয়লার হতে বাষ্প সরবরাহ সম্পূর্ন বন্ধ অথবা চালু করার কাজে যে ভাল্ভ ব্যবহার করা হয় সেটিই মেইন ষ্টীম স্টপ ভাল্ভ নামে পরিচিত।


ষ্টীম স্টপ ভাল্ভ বয়লারের স্টীম ড্রাম বা শেলের সাথে উপরিভাগে স্থাপন করা হয়। ষ্টীম স্টপ ভাল্ভ এর ফ্লাঞ্জের সাথে উপযুক্ত গ্যাসকেট ব্যবহার করতে হয় অন্যথায় স্টীম লিকেজ হলে দূর্ঘটনার ঝুকি থাকে।

ষ্টীম স্টপ ভাল্ভ লিকেজ থাকলে ভাল্ভ বন্ধ থাকা অবস্থায় স্টীম লাইনে স্টীম যেতে থাকে ফলে দক্ষতা হ্রাস পায় এবং পাইপে কনডেনসেট জমে দূর্ঘটনাও ঘটতে পারে।

গেজ গ্লাস বা ওয়াটার লেভেল ইন্ডিকেটর (Water Level Indicator)

বয়লারের অভ্যন্তরের পানির লেভেল পর্যবেক্ষনের জন্য যে ডিভাইস ব্যবহৃত হয় তাকে গেজ গ্লাস বা ওয়াটার লেভেল ইন্ডিকেটর বলে। গেজ গ্লাস সাধারনত ডিজিটাল ও এনালগ দুই ধরনের হয়ে থাকে। বয়লারের অভ্যন্তরের পানির লেভেল পর্যবেক্ষণ করাই গেজ গ্লাস বা ওয়াটার লেভেল  ইন্ডিকেটর এর কাজ।


প্রত্যেক বয়লারে স্টীম ড্রাম বা শেলের পাশে গেজ গ্লাস স্থাপন করা হয়। প্রতিটি বয়লারে কমপক্ষে ২টি গেজ গ্লাস থাকতে হবে। নির্ধারিত সময় পর পর গেজ গ্লাস পরিস্কার ও পরীক্ষা করতে হয়। গেজ গ্লাস সবসময় পরিস্কার রাখতে হয় যেন পানির লেভেল স্পস্ট বুঝা যায়। গেজ গ্লাসে পনির লেভেল দেখার জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা প্রয়োজন।


গেজ গ্লাস ব্যবহার করা না হলে অথবা নষ্ট থাকলে বয়লারের অভ্যন্তরের পানির সঠিক লেভেল নির্ধারণ করা যাবেনা ফলে প্রয়োজনমত পানি সরবরাহ নিশ্চিত করা যাবে না। নির্দিষ্ট লেভেলের কম বা বেশী পানি সরবরাহ করা হলে বয়লারে কার্যক্ষমতা হ্রাস পায় এমনকি দুর্ঘটনারও আশংকা  থাকে।


প্রেসার গেজ (Pressure Gauge)

বয়লারের অভ্যন্তরে বাষ্পের বষ্পচাপ নির্ণয়ের জন্য যে ডিভাইস ব্যবহৃত হয় সেটিই বয়লার প্রেসার গেজ হিসেবে পরিচিত। সাধারনত বয়লারে প্রেসার গেজ ষ্টীম ড্রামের সাথে লাগানো থাকে এবং বাষ্পের চাপ দেখার জন্য প্রেসার গেজ ব্যবহার করা হয়।


প্রেসার গেজ সঠিক রিডিং না দিলে বা নষ্ট থাকলে বয়লারের অভ্যন্তরে বাষ্পের বষ্পচাপ নির্ণয় না করতে পারার কারণে বার্ণার সঠিক সময়ে বন্ধ হয়না ফলে বয়লারের দুর্ঘটনার ঝুকি থাকে। তাই নির্দিষ্ট সময় পর পর প্রেসার গেজ ক্যালিব্রেশন করা জরুরী। বয়লারে ২টি প্রেসার গেজ থাকলে অধিক সুরক্ষা নিশ্চিত হয়।

বাংলাদেশ বয়লার রেগুলেশন, ১৯৫১ মোতাবেক বয়লারে একটি সাইফন পাইপ এর মাধ্যমে প্রেসার গেজ সংযুক্ত করতে হবে। সর্বোচ্চ নির্ধারিত বাষ্পচাপের দিগুন মানের প্রেসার গেজ ব্যবহার করতে হবে যাতে জলীয় পরীক্ষা করা সম্ভব হয়। স্মল ইন্ডাষ্ট্রিয়াল বয়লারের ক্ষেত্রে প্রেসার গেজ এর ব্যাস ৪ ইঞ্চি, অন্য সকল ক্ষেত্রে ৬ ইঞ্চি এর কম হওয়া যাবে না। প্রেসার গেজ এ সর্বোচ্চ নির্ধারিত বাষ্পচাপের জায়গায় লাল কালি দিয়ে মার্কিং করা বাঞ্চনীয়।

ওটার টিউব বয়লার(Water Tube Boiler)

ওয়াটার টিউব বয়লারে টিউবের ভিতরে পানি থাকে এবং টিউবের বাইরে আগুন বা আগুনের ধোঁয়া প্রবাহিত হয়। ওয়াটার টিউব বয়লার বেশী ক্যাপাসিটি এবং বাষ্পচাপ অধিক হয়ে থাকে। ওয়াটার টিউব বয়লার বিদ্যুত কেন্দ্র, কেমিক্যাল কারখানা, সার কারখানা, চিনিকল ইত্যাদি কারখানায় ব্যবহৃত হয়।

ওটার টিউব বয়লার

 

ফায়ার টিউব বয়লার (Fire Tube Boiler)

ফায়ার টিউব বয়লারে টিউবের ভিতরে আগুন বা আগুনের ধোঁয়া প্রবাহিত হয় এবং টিউবের বাইরে পানি থাকে। সাধারণত ফায়ার টিউব বয়লার প্যাকেজ টাইপ, স্বল্প চাপের এবং কম ক্যাপাসিটির হয়ে থাকে। বিভিন্ন গার্মেন্টস কারখানা, ঔষধ কারখানা ও রাইস মিলে এধরনের বয়লার ব্যবহৃত হয়।


 

বয়লার পরিচারক যোগ্যতা সনদ (Boiler Attendent Certificate)

বয়লার পরিচারক যোগ্যতা সনদ প্রদানের জন্য বয়লার পরিচারক বিধিমালা, ১৯৫৩ এর ২ অনুচ্ছেদ মোতাবেক একজন যোগ্য ও যথাযথ ব্যক্তির সরাসরি ও সার্বক্ষণিক তত্ত্বাবধান ব্যতীত কোন বয়লারের মালিক নিজে বয়লার ব্যবহার করবেন না অথবা অন্য কাউকেও তা ব্যবহারের জন্য অনুমতি প্রদান করবেন না। বয়লার পরিচারক যোগ্যতা সনদ প্রদানের জন্য সরকার কর্তৃক গঠিত একটি বয়লার পরিচারক পরীক্ষক বোর্ড রয়েছে। 


বয়লার পরিচারক বিধিমালা, ১৯৫৩ এর ৮ অনুচ্ছেদ অনুযায়ী সনদপত্র দুই প্রকার। 

যথা- 

(১) প্রথম শ্রেণি ও 

(২) দ্বিতীয়  শ্রেণি।

প্রথম শ্রেণির বয়লার পরিচারক যোগ্যতা সনদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

১। নির্ধারিত ফরমে আবেদনপত্র

২। অভিজ্ঞতা সনদপত্র

৩। জাতীয় পরিচয় পত্র/এস.এস.সি সনদপত্রের ফটোকপি

৪। নাগরিকত্ব ও চরিত্রগত সনদপত্রের ফটোকপি

৫। সা¤প্রতিককালে তোলা পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি

৬। দ্বিতীয় শ্রেণির বয়লার পরিচারক যোগ্যতা সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)

৭। নির্ধারিত ফি প্রদানের ট্রেজারি চালানের মূলকপি


দ্বিতীয় শ্রেণির বয়লার পরিচারক যোগ্যতা সনদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

১। নির্ধারিত ফরমে আবেদনপত্র

২। অভিজ্ঞতা সনদপত্র

৩। জাতীয় পরিচয় পত্র/এস.এস.সি সনদপত্রের ফটোকপি

৪। নাগরিকত্ব ও চরিত্রগত সনদপত্রের ফটোকপি

৫। সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি

৬। নির্ধারিত ফি প্রদানের ট্রেজারি চালানের মূলকপি


বয়লার সনদপত্র নবায়ন (Boiler Certificate Renewal)

বাংলাদেশ বয়লার আইন’ ১৯২৩ এর ৮ ধারা অনুযায়ী বয়লার ব্যবহারের প্রত্যয়নপত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে নবায়নের জন্য আবেদন করতে হবে এবং ২৩ ধারা অনুযায়ী সনদপত্র নবায়ন ব্যতীত বয়লার চালানো শাস্তিযোগ্য অপরাধ। 


বয়লারের ব্যবহারের প্রত্যয়নপত্র নবায়নের জন্য নিম্নে উল্লেখিত কাগজপত্রের প্রয়োজন।


১। নির্ধারিত ফরমে আবেদনপত্র- এটি প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে অথবা কার্যালয়ের ওয়েবসাইটে হতে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে।

২। বয়লার পরিচারক সনদপত্রের অনুলিপি।

৩। নির্ধারিত ফি প্রদানের ট্রেজারি চালানের মূলকপি- বোড নাম্বার সহ চালানের কপি প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Welding Procedure Specification (WPS) বা ওয়েল্ডিং পদ্ধতি নির্ধারণপত্র

  Welding Procedure Specification (WPS) বা ওয়েল্ডিং পদ্ধতি নির্ধারণপত্র হলো একটি লিখিত দলিল, যা কোনো নির্দিষ্ট ধাতব উপকরণ জোড়ার কাজ (wel...