Wednesday, October 16, 2024

বয়লার রুমের অবস্থান কেমন হওয়া উচিত? (How should the location of the boiler room?)

 বয়লার রুমের অবস্থান:location of the boiler room

 বয়লার  ইনস্টলেশনের প্রথম ধাপ হল বয়লার রুম/বয়লার হাউসের অবস্থান এবং সাইজ/আকার নির্ধারণ করা। নিম্নলিখিত প্রধান কারণগুলি বয়লার হাউজের অবস্থান নির্ধারণ করার ক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে- 



১. বয়লার হাউজটি অবশ্যই ইউটিলিটির কাছাকাছি অবস্থিত হওয়া উচিত এতে বাষ্প লাইনে বাষ্প পরিবহনের ফলে বাষ্পের চাপ কমে যাওয়া এবং  কনডেনসেশন (ঘনীভূত) হওয়ার মত ক্ষতি কমে।

২. বাতাসের দিক, চিমনি থেকে ধোঁয়ার উপদ্রব এড়াতে।

৩. প্ল্যান্ট ও যন্ত্রপাতির নিরাপত্তা।

৪. বয়লার এবং এর যন্ত্রাংশের ক্ষয় এড়াতে কোরোসিভ এটমোসফিয়ার বা গ্যাস।

৫. অপারেশন এবং রক্ষণাবেক্ষণ করার জন্য বয়লার এবং অন্যান্য কম্পোনেন্ট এর কাছাকাছি পর্যাপ্ত জায়গা। 

৬. বয়লার হাউজের কাছে ওয়াটার সফটেনিং এবং ডোজিং প্ল্যান্ট বসানোর জন্য প্রয়োজনীয় স্থান।

৭. জ্বালানি স্টোরেজ এবং হ্যান্ডলিং সিস্টেম বয়লার হাউসের কাছাকাছি রাখার পরিকল্পনা করা উচিত যাতে সহজে হ্যান্ডলিং করা যায়।


প্রয়োজনীয় সংখ্যক মাউন্টিংস ও এক্সেসরীজ (Required Mountings and accessories)

 প্রয়োজনীয় সংখ্যক মাউন্টিংস ও এক্সেসরীজ নিশ্চিত করা

প্রত্যেক বয়লারে প্রয়োজনীয় সংখ্যক মাউন্টিংস সংযোজন করা বাধ্যতামূলক, বিভিন্ন দেশের রেগুলেশন/কোড অনুসারে এর সংখ্যা ভিবিন্ন দেশের জন্য ভিবিন্ন রকম। বাংলাদেশ বয়লার রেগুলেশন অনুসারে প্রয়োজনীয় সংখ্যক মাউন্টিংস হচ্ছে -

১) দুটি সেফটি ভালভ (সর্বনিম্ন ব্যাস ৩/৪˝) 

২) দুটি ওয়াটার লেভেল ইন্ডিকেটর 

৩) একটি প্রেসার গেজ 

৪) একটি স্টীম স্টপ ভালভ 

৫) একটি ফিড চেক ভালভ 

৬) দুটি ফিড পাম্প যদি হিটিংসারফেস ১৫০ বর্গফুটের বেশী হয় 

৭) একটি ব্লো-ডাউন ভালভ 

৮) ইন্টারনাল ফার্নেসযুক্ত বয়লারের জন্য একটি ফিউজিবল প্লাগ 

৯) পরিদর্শকের প্রেসার গেজ স্থাপনের জন্য ব্যবস্থা 

১০) বয়লারের ভিতরে পরিস্কার করার জন্য ম্যানহোল 

এজন্য বয়লার ক্রয় এর পূর্বে রেগুলেশন/কোড অনুসারে প্রয়োজনীয় সংখ্যক মাউন্টিংস এর সরবরাহ নিশ্চিত করে বয়লার ক্রয় করতে হবে। অন্যথায় বয়লার নিবন্ধন করতে যেমন সমস্যায় পড়তে হবে তেমনি বয়লারের নিরাপত্তা ঝুঁকিও থেকে যাবে।


বয়লার নির্বাচন (Selection of Boilers)

 বয়লার নির্বাচন এর ক্ষেত্রে সাধারণত যে বিষয়গুলো খেয়াল ও নিশ্চিত করা দরকার-


১) বয়লারের কারিগরী বিনির্দেশ নির্দিষ্ট করা।

ক) ইভাপোরেশন বা বয়লার আউটপুট বা স্টিম ফ্লো 

খ) বাষ্পের চাপ 

গ) বাষ্পের তাপমাত্রা 

ঘ) ফিড ওয়াটারের তাপমাত্রা 

 


২) বয়লার সাইজ

৩) বয়লার ধরণ

৪) বয়লারে ব্যবহৃত জ্বালানী

৫) সেফটি দিকসমূহ 

৬) ইমিশন কম্পোজিশন ও পরিবেশগত দিক বিবেচনা করা

৭) মোরামত ও মেইন্টেনেন্স সুযোগ সুবিধা

৮) পানির প্যারামিটার ও পরিশোধনের বিবরণ

৯) স্পেয়ার পার্টস

১০) সার্ভিস ও ওয়ারেন্টি শর্ত

১১) মাউন্টিংস ও এক্সেসরীজ কি কি অন্তর্ভূক্ত থাকবে সেসকল বিষয়


এছাড়াও বয়লার ব্যবহারের ধরনের উপর ভিত্তি করে বয়লার বাচাই করতে প্রয়োজন অনুসারে বিবেচ্য বিষয় নির্ধারণ করতে হবে।


Tuesday, October 15, 2024

অনলাইনে বয়লার ব্যবহারের সনদ নবায়নের আবেদন ( Online Application for Boiler Renewal)

প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় এর ওয়েবসাইটের (www.boiler.gov.bd) Home Page টি ওপেন করুন।

Home Page এর মেন্যু বার থেকে অনলাইন আবেদন সংক্রান্ত মেনুর “বয়লার ব্যবহারের সনদ নবায়নের আবেদন” এ ক্লিক করুন অথবা

সরাসরি eservices.boiler.gov.bd ওয়েব অ্যাপ্লিকেশন টি ভিজিট করুন।



ক. (রেজিস্টার্ড ইউজার হলে)

ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন বাটনে ক্লিক করুন ।

খ. (রেজিস্টার্ড ইউজার না হলে)

নতুন ইউজার হলে ওয়েবপেজের ডান সাইডে অবস্থিত Register বাটনে ক্লিক করুন।

রেজিস্ট্রেশন ফরম যথাযথভাবে পূরণ করে Submit বাটনে ক্লিক করুন

মনে রাখবেনঃ ইমেইল ভেরিফিকেশন এর মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন টি অ্যাক্টিভ করুন। উল্লেখ্য যে ভেরিফিকেশন ইমেইলটি spam/inbox এ যেতে পারে। যদি spam এ support@boiler.gov.bd নামক ইমেইলটি থাকে, তবে উক্ত ইমেইলটিকে Not Spam করে ইনবক্সে নিয়ে আসুন। অতঃপর ইমেইলটি open করে Activation Link এ ক্লিক করতে হবে। এভাবেই আপনার একাউন্ট ভেরিফাইড হবে।

ষে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় এর ওয়েব এপ্লিকেশন এ লগইন করুন।


Login Page এ ইউজার আইডি(ইমেইল) ও পাসওয়ার্ড দিয়ে Login করুন।

এরপর “প্রত্যয়ন পত্র নবায়ন” মেন্যুতে ক্লিক করুন

ড্রপডাউন মেন্যু থেকে যদি আপনি ইতিমধ্যে কোন বয়লার অনলাইনে নিবন্ধন করে থাকেন তবে “আমার একাউট থেকে” বাটনে ক্লিক করুন, আর যদি আপনি অনলাইনে কোন বয়লার নিবন্ধন না করে থাকেন তবে “অন্য একাউন্ট থেকে” বাটনে ক্লিক করুন।

এরপর ওপেন হওয়া পেজ এ আপনার বয়লারের নিবন্ধন নম্বরটি এন্টার করুন এবং অনুসন্ধান করুন বাতনে ক্লিক করুন।

এরপর ওপেন হওয়া পেজ এ আপনার বয়লারের নিবন্ধন নম্বর, প্রতিষ্ঠানের নাম, মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ, ফি এর পরিমান দেখা যাবে।

এরপর বয়লারটির তথ্য নিশ্চিত হয়ে “বয়লার নবায়ন” বাটনে ক্লিক করুন।

এরপর ওপেন হওয়া পেজ এ আবেদনকারীর তথ্য অংশে আবেদনকারীর নাম, মোবাইল নম্বর, ও ইমেইল এন্টার করুন ও ফি এর পরিমাণ, ভ্যাট এর পরিমাণ নিশ্চিত হয়ে” সাবমিট করুন” বাটনে ক্লিক করুন। 

বয়লার ডি-স্কেলিং-কেমিক্যাল ক্লিনিং

 বয়লার ডি-স্কেলিং 


কেমিক্যাল ক্লিনিং

বেশিরভাগ ক্ষেত্রে ওয়াটার সাইড পরিষ্কার করার জন্য পছন্দের পদ্ধতি হচ্ছে মেকানিক্যাল ক্লিনিং। কেমিক্যাল (অ্যাসিড) ক্লিনিং এর জন্য বিশেষ অনুমোদনের প্রয়োজন কারণ এর জন্য প্রয়োজন ব্যয়বহুল সরঞ্জাম এবং ব্যাপক নিরাপত্তা সতর্কতা।

ওয়াটার সাইড এর মিল স্কেল  দূর করার জন্য ইনহেবেিটড এসিড ক্লিনিং ব্যবহার করা হয়।



মেকানিক্যাল ক্লিনিং এর সাথে তুলনা করলে, বয়লারের কেমিক্যাল ক্লিনিং এ নিম্নলিখিত সুবিধা পাওয়া যায়-

১) ক্লিনিং কাজে সময় কম লাগে,

২) বিভিন্ন পার্টস কম খুলেও ক্লিনিং কার্য সম্পাদন করা যায়,

৩) খরচ কম লাগে,

৪) কম শ্রমিকে কাজ হয়,

৫) দুর্গম জায়গাতে যেখানে মেকানিক্যাল ক্লিনিং সম্ভব নয় সেখানেও ক্লিনিং করা সম্ভব হয়।


বন্ধ বয়লারের যত্ন (Care of Idle Boilers)


দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকা বয়লারগুলি বন্ধ থাকার সময় বয়লারের অভ্যন্তরীণ পৃষ্ঠকে ক্ষয় এবং বায়ুমন্ডলীয় অক্সিজেন থেকে রক্ষা করার জন্য সটিক উপায়ে সংরক্ষণ করতে হয়। বয়লারের ওয়াটার সাইডের পৃষ্ঠগুলি ক্ষয়ের জন্য ঝুঁকিপূর্ণ হয় যখন বায়ু আদ্র ধাতব পৃষ্ঠের সংস্পর্শে আসে। অতএব, দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকা বয়লার এর ক্ষয় রোধ করার জন্য, বয়লারের ওয়াটার সাইডের পৃষ্ঠগুলিকে অবশ্যই সুরক্ষিত করতে হবে। 


এছাড়াও যখন বয়লার পরিসেবার বাইরে (out of service) নেওয়া হয়, তখন এটি বাহ্যিকভাবে পরিষ্কার করা উচিত এবং সমস্ত ছাই এবং স্যুট অপসারণের জন্য বিশেষ যত্ন নেওয়া উচিত।

যখন যেকোন বয়লার দীর্ঘ সময়ের জন্য পরিষেবার বাইরে থাকে, তখন কম্বাশন প্রেডাক্ট (products of combustion) এর সংস্পর্শে আসা শেল এবং টিউব পৃষ্ঠগুলি পরিষ্কার করা উচিত এবং অ্যাসিড ডিউ পয়েন্টের উপরে শুকিয়ে রাখা উচিত এবং ফার্নেস এর খোলাগুলি (openings) বন্ধ করা উচিত।

যখন একটি বয়লার লাইন থেকে একটি নির্দিষ্ট সময়ের জন্য বিচ্ছিন্ন করা হয় তখন নিশ্চিত করতে হবে যে সকল ফিডওয়াটার এবং স্টিম ভালভ বন্ধ রয়েছে এবং লিকেজ নাই। 



বন্ধ থাকা বয়লার সংরক্ষণের দুটি পদ্ধতি রয়েছে-

১. পৃষ্ঠগুলিকে সম্পূর্ণরূপে শুষ্ক রাখা, বা ড্রাই স্টোরেজ (Dry Storage) এবং

২. সঠিকভাবে শোধন করা পানি দিয়ে বয়লার থেকে বাতাস বের করা বা ওয়েট স্টোরেজ (Wet Storage)।


হাইড্রোস্টাটিক পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি

হাইড্রোস্টাটিক পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি

সঠিকভাবে হাইড্রোলিক টেষ্ট পরিচালনার জন্য নিম্নলিখিত যন্ত্রপাতি প্রস্তুত রাখা আবশ্যক-

একটি হাই প্রেসার হাইড্রোলিক পাম্প (A high-pressure displacement pump)- সেন্ট্রিফিউগ্যাল বা পজিটিভ ডিসপ্লেসমেন্ট যেকোন টাইপের হতে পারে (ম্যানুয়াল অথবা বিদ্যুৎ চালিত) ;

সঠিকভাবে ক্যালিব্রেট করা একটি প্রেসার গেজ (Properly calibrated pressure gauges);

পরীক্ষার সময় প্রেসার পার্টস এর তাপমাত্রা রেকর্ড করতে একটি তাপমাত্রা পরিমাপক যন্ত্র;

বিভিন্ন টাইপের ভাল্ব;

বিভিন্ন মাপের ফ্লাঞ্জ ও অন্যান্য প্রয়োজনীয় টুলস।

বয়লার প্রেসার পার্ট পরীক্ষার জন্য কেন পানি ব্যবহার করা হয়?

এক কথায় বলা যায় পানি হচ্ছে সহজলভ্য ও সস্তা। পাশাপাশি, পানির কিছু বৈশিষ্ট্য রয়েছে যা এটিকে বয়লার চাপ পরীক্ষায় ব্যবহারের জন্য আদর্শ করে তোলে। যেমন-

  • পানি অ-বিষাক্ত এবং পরিবেশের কোন ক্ষতি করে না, স্থানীয় পরিবেশগত বর্জ্য মান নিয়ন্ত্রন এর মধ্যে থাকা সহয়।
  • পানি প্রায় অসংকোচনীয় (Incompressible), এটি দিয়ে বদ্ধ ভ্যাসেরের  মধ্যে চাপ বাড়ানো সহজ। 
  • বয়লারের  পরীক্ষার ক্ষেত্রে, বায়ুমন্ডলীয় চাপ থেকে প্রয়োাজনীয় পরীক্ষার পর্যন্ত চাপ অল্প সময়ে  দ্রুত অর্জন করা সম্ভব।

Wednesday, October 2, 2024

মানসম্মত বয়লারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট

 একটি মানসম্মত বয়লারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট:


১) এটি কম জ্বালানিতে অধিক বাষ্প তৈরী করবে।

২) বয়লার স্থাপন ব্যয় কম হবে। 

৩) বয়লার চালানো খুব বেশী জটিল হবে না।

৪) বাষ্পের লোডের কম বেশীতে বয়লার পরিচালনায় কোন সমস্যা হবে না।

৫) অল্প সময়ে বা দ্রুত চালু করার ব্যবস্থা খাকতে হবে।



৬) স্থাপনের জন্য বেশী জায়গার প্রয়োজন হবে না।

৭) বয়লারের ওজন বেশী হবে না।

৮) বিভিন্ন সংযোগ এর পরিমান কম হবে এবং পরিদর্শন সহজ হবে।

৯) বয়লারের তাপতলে কোন স্কেল ও কাদা জমবে না।

১০) বয়লারের টিউব পরিবর্তন ও মেরামত করার সহজ ব্যবস্থা থাকতে হবে।

১১) বয়লার তৈরীতে প্রচলিত বিদ্যমান আইন ও কোড সম্পূর্ন অনুসরণ করতে হবে।


Wednesday, September 4, 2024

বাষ্প (Steam) কি?

 বাষ্প (Steam) কি?

বাষ্প বা স্টীম হল পানির গ্যাসীয় অবস্থা যা তৈরি হয় যখন পানির বয়েলিং পয়েন্টে (boiling point) বাষ্পীভবনের প্রয়োজনী সুপ্ত তাপ (latent heat of vaporization) সরবরাহ করা হয়। জ্বালানি দহনে উৎপন্ন তাপের মাধ্যমে বাষ্প তৈরী হয়। বিদ্যুৎ কেন্দ্রের বয়লারে উচ্চ চাপে বাষ্প উৎপাদন করা হয়।



বাষ্প বিদ্যুৎ কেন্দ্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারন বাষ্প দিয়েই টারবাইনকে ঘোরানো হয় যার ফলসরূপ বিদ্যুৎ উৎপন্ন হয়। যখন পানিকে বাষ্পে ফুটিয়ে তোলা হয় তখন এর আয়তন প্রায় ১,৭০০ গুণ বেড়ে যায়, যা প্রায় গান পাউডারের মতো বিস্ফোরক শক্তি তৈরি করে। এজন্য  বয়লার একটি অত্যন্ত বিপজ্জনক ডিভাইস যা অবশ্যই অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করা উচিত।



Welding Procedure Specification (WPS) বা ওয়েল্ডিং পদ্ধতি নির্ধারণপত্র

  Welding Procedure Specification (WPS) বা ওয়েল্ডিং পদ্ধতি নির্ধারণপত্র হলো একটি লিখিত দলিল, যা কোনো নির্দিষ্ট ধাতব উপকরণ জোড়ার কাজ (wel...