Saturday, October 16, 2021

ইকোনোমাইজার ব্যবহার এর উপকারিতা

 ইকোনোমাইজার ব্যবহার এর উপকারিতা-

১) ইকোনোমাইজার ব্যবহার এর ফলে ১৫-২০% জ্বালানি সাশ্রয় হয়।

২) এটি বাষ্প উৎপাদন ক্ষমতা বাড়িয়ে দেয় কারন ইকোনোমাইজার ব্যবহারে পানি হতে বাষ্প উৎপাদনে কম সময় লাগে।

৩) বয়লার টিউবে স্কেল জমতে দেয় নাকারন ইকোনোমাইজার ব্যবহারে স্কেল ইকোনোমাইজার টিউবে জমা হয় যা পরিস্কার করা সহজ।

৪) যেহেতু ফিড ওয়াটার গরম হয়ে বয়লারে প্রবেশ করে তাই তাপমাত্রার ভেরিয়েশন কম হয়। এজন্য তাপমাত্রার ভেরিয়েশনের জন্য স্ট্রেইন  হওয়ার সুযোগ কম।




এটা লক্ষণীয় যে ফিড ওয়াটারের তাপমাত্রা সবসময় ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশী হওয়া উচিত অন্যথায় ফ্লু গ্যাসের ময়েশচারের কারনে বয়লার টিউবে ক্ষয়  হওয়ার আশংকা থাকে।


বয়লারের ক্রস সেকশনাল কন্সট্রাকশন ড্রয়িং: একটি প্রযুক্তিগত বিশ্লেষণ

  বয়লারের ক্রস সেকশনাল কন্সট্রাকশন ড্রয়িং: একটি প্রযুক্তিগত বিশ্লেষণ ভূমিকা বয়লার হল তাপ-ভিত্তিক একটি যন্ত্র যা তরলকে বাষ্পে রূপান্তর...